• প্রেম-বিয়ে নিয়ে জটিলতা, হরিদেবপুরে মহিলাকে শুটআউটের নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন!
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: সাতসকালে খাস কলকাতার বুকে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিঠে গুলি লেগে পঞ্চাশোর্ধ্ব মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে হরিদেবপুরে এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর সমস্ত তথ্য পুলিশের হাতে এসেছে বলে দাবি। জানা যাচ্ছে, এই শুটআউটের নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। মূল অভিযুক্ত আক্রান্ত মহিলার প্রতিবেশী তথা প্রেমিক বাবু নামে এক যুবক। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার দ্রুত কিনারা হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

    স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত মহিলা মৌসুমী হালদার বিবাহিত, এক ছেলের মা। তাঁর সঙ্গে প্রতিবেশী বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবুর স্ত্রী বছর পাঁচেক আগে মারা যান, তাঁর এক মেয়ে আছে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মৌসুমীদেবীর সঙ্গে তাঁর প্রেম। এই সম্পর্কের কথা জানতেন প্রতিবেশীরাও। তাঁরা নাকি গোপনে বিয়েও করেছেন, এমন কানাঘুষো শোনা গিয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত নন পাড়ার লোকজনও। মৌসুমীর সঙ্গে বাবুর সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি হতো প্রায়শয়। সম্প্রতি নাকি মৌসুমী হালদার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তার কারণ হিসেবে তিনি জানান, দু’জনেরই সন্তানরা বড় হয়েছে। তাছাড়া বাবুর ‘বৈধ স্ত্রী’ নন তিনি। তাই সম্পর্কে আর থাকতে চান না।

    কিন্তু বাবু তাঁকে এভাবে সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে দিতে চাননি। এনিয়ে দু’জনের মধ্যে মাঝেমধ্যে বাকবিতণ্ডা হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের অনুমান, এই কারণেই মৌসুমীর উপর প্রতিশোধ নিতে চেয়ে হামলা চালিয়েছে বাবু। তাঁকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল বলে প্রতিবেশীদের অভিযোগ। তবে সেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে বাবু। আর তারপরই গা বাঁচাতে সে চম্পট দিয়েছিল। তবে কয়েকঘণ্টার মধ্যে পুলিশের জালে আসে অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। মৌসুমীদেবীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনা ঘিরে যথেষ্ট রহস্য ঘনিয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)