• আর্থিক দুর্নীতি মামলা: ইডির পদক্ষেপে চাপে শিল্পপতি অনিল আম্বানি, বাজেয়াপ্ত প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৩ নভেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপে আরও বিপাকে শিল্পপতি অনিল আম্বানি। এবার রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে যুক্ত প্রায় তিন হাজার কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ’-এর অধীনে থাকা বিভিন্ন সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তারই তদন্ত করছে ইডি। সেই কারণেই তিন হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোটা দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।যার মধ্যে রয়েছে- দিল্লিতে মহারাজা রণজিত সিং মার্গে ‘রিলায়্যান্স সেন্টার’-এর একটি জমি, মুম্বইয়ের পালি হিলে থাকা পারিবারিক রেসিডেন্স বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ, মহারাষ্ট্রের পুনে, মুম্বই, থানে, তেলেঙ্গানার হায়দরাবাদ, তামিলনাড়ুর চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে থাকা বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মোট পরিমাণ প্রায় ৩ হাজার ৮৪ কোটি টাকা। পিএমএলএ- অ্যাক্টের আওতায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইডি। 
  • Link to this news (বর্তমান)