ধাক্কা মেরে একাধিক গাড়ি ও বাইককে পাঁচ কিলোমিটার টেনে নিয়ে গেল ডাম্পার, মৃত ১৯
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
জয়পুর, ৩ অক্টোবর: মদ্যপ চালকের জন্য চলে গেল ১৯ জনের প্রাণ। গুরুতর জখম ৫০। গতকাল, রবিবার রাতের পর ফের আজ, সোমবার রাজস্থানে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গতকাল, রবিবার রাজস্থানের যোধপুরে দুর্ঘটনার জেরে ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার ফের রাজস্থানে দিনের আলোতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। এবার রাজস্থানের জয়পুরে ঘটেছে দুর্ঘটনাটি। এদিন দুপুরে জয়পুরের লোহামান্ডি রোডের উল্টো লেনে ঢুকে পড়ে একটি ডাম্পার। পুলিশ জানিয়েছে, ওই ডাম্পারের চালক মদ্যপ ছিল। ডাম্পারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক সঙ্গে ছিল প্রচণ্ড গতি।উল্টো দিকে থাকা একাধিক গাড়ি ও বাইকে ধাক্কা মারতে মারতে ও সেগুলি হেঁচড়াতে হেঁচড়াতে টেনে নিয়ে প্রায় ৫ কিলোমিটার এগিয়ে যায় ডাম্পারটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই ডাম্পারের চালক কিছুতেই গাড়ির গতি কমাননি। রাস্তায় থাকা বাইক, চারচাকা গাড়িগুলিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে ডাম্পারটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারীদের দল। ইতিমধ্যেই ওই ডাম্পার চালক গ্রেফতার হয়েছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।