কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছেই এক তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত ৩
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
চেন্নাই, ৩ নভেম্বর: রবিবার রাতে যখন গোটা দেশ হরমনপ্রীত ও স্মৃতিদের জয়ের আনন্দে মাতোয়ারা। নারীশক্তির প্রশংসা করছে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন রিচা ঘোষ, দীপ্তি শর্মাদের। সেই গতকাল, রবিবার রাতেই ভারতের অন্যপ্রান্তে লালসার শিকার হলেন এক নারী। তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরের পিছনের দিকে এক তরুণীকে গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল তিন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দরের পিছনের দিকে নিজের প্রেমিকের গাড়িতে করে গিয়েছিলেন ওই তরুণী। তখনই তাঁদের পথ আটকায় এক ব্যক্তি। ওই তরুণীর প্রেমিককে মারধরে করে বলে অভিযোগ। তারপরেই তরুণীকে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তি।তৎক্ষণাৎই ওই তরুণীর প্রেমিক পুলিশের দ্বারস্থ হয়। গোটা ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গেই ওই তরুণকে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বিমানবন্দর থেকে বেশ কিছুটা দূরে ওই তরুণীকে অবচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পরীক্ষার পর জানা যায় তাঁকে ধর্ষণ করা হয়েছে। বিমানবন্দরের থেকে দূরে কোনও নির্জন জায়গায় এই নৃশংস ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। তার সঙ্গে ছিল আরও দুই ব্যক্তি। এমনটাই পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে তামিলনাড়ু পুলিশ।