• একি কাণ্ড! স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ স্নান করলেন স্বামী!
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১০ বছর আগে বিয়ে হয় তাঁদের। দুই পুত্রসন্তানও রয়েছে, একজনের ১০ বছর ও অন্যজনের বয়স ৪ বছর। স্বামীর দাবি, স্ত্রীর পরকীয়াতে লিপ্ত। এলাকারই এক যুবকের সঙ্গে পরকীয়া করেন স্ত্রী। এর আগেও এই নিয়ে ঝামেলা হয়েছে। তারপরেও তাঁর স্ত্রী ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। গতকাল, রবিবার এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে বসে সালিশি সভা। স্ত্রী জানিয়ে দেন, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে নারাজ। প্রেমিকের সঙ্গেই থাকতে চান। এরপরই স্বামী স্বেচ্ছায় ওই যুবকের হাতে স্ত্রীকে তুলে দেন। সঙ্গে দুই শিশুকে আগলে নিয়ে দুধ দিয়ে স্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি পঞ্চায়েতের চরচড়াবাড়ি সংলগ্ন এলাকার। স্থানীয় পঞ্চায়েত সদস্য রজত চন্দ্র রায় বলেন, এলাকার এক বধূর পরকীয়া সম্পর্ক নিয়ে ঝামেলা বাঁধে। এই নিয়ে সালিশি সভা বসেছিল গ্রামে। সেখানে ওই বধূ জানিয়ে দেন, তিনি স্বামীর সঙ্গে ঘর করবেন না। প্রেমিকের সঙ্গে থাকবেন। মহিলার প্রেমিকও জানান, ওই মহিলা যদি তাঁর সঙ্গে থাকতে চান, সেক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। এরপরই মহিলার স্বামী জানান, তাঁর স্ত্রী যদি প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তাঁর কী আর বলার আছে। আমরা এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারিনা। যাঁদের বিষয় তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হয়েছে।
  • Link to this news (বর্তমান)