• জাল পাসপোর্ট মামলা: চাকদহ থেকে ইডির হাতে আটক ৩
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির মামলায় তল্লাশি চালাচ্ছেন ইডি’র আধিকারিকরা। আজ, সোমবার সাত সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে যান নদীয়ার চাকদহের চুয়াডাঙাপরারি গ্রামের বাসিন্দা বিপ্লব সরকারের বাড়িতে। তার পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে ইডি। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার হয়েছে ইন্দুভূষণ হালদার। তার কাছ থেকেই পাওয়া গিয়েছে প্রায় সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট। তার মধ্যেই ছিল বিপ্লব ও তার ভাই বিপুল সরকারের পাসপোর্ট। সেই সূত্রেই এদিন সকালেই তাদের বাড়িতে যায় ইডি। কোন কোন নথি দিয়ে এই জাল পাসপোর্ট বানানো হয়েছে, কীভাবে যোগাযোগ হল ইন্দুভূষণের সঙ্গে।সবটা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিপ্লবদের ব্যাংক ও পাসপোর্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখে ও মোবাইল ফোনের রেকর্ড যাচাই করে সন্দেহ হয় ইডির। তাদের বয়ানে অসঙ্গতিও ধরা পড়ে। সেই কারণে বিপ্লব তার ভাই বিপুল ও তাদের বাবা বিনন্দ সরকারকে আটক করে নিয়ে গিয়েছে ইডির আধিকারিকরা। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের নথিগুলিও। পেশায় কাঠের মিস্ত্রি বিপ্লব ও তার ভাই রাজমিস্ত্রী। তাদের বাড়িতে সাত সকালেই ইডির হানাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অপরদিকে রুবিতে পাসপোর্ট অফিসেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 
  • Link to this news (বর্তমান)