• যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য
    দৈনিক স্টেটসম্যান | ০৩ নভেম্বর ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যায়লয়। বিশ্ববিদ্যালয়ে শেষ স্থায়ী উপাচার্য ছিলেন সুরঞ্জন দাস। ২০২৩ সালের মে মাসে তিনি অবসর গ্রহণ করেন। প্রশাসনিক অনিশ্চয়তা, নিরাপত্তা ইস্যু এবং শিক্ষক নিয়োগে জটিলতা-সহ একাধিক বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে নানা বির্তকের শিরোনামে ছিল এই বিশ্ববিদ্যালয়।

    দায়িত্ব গ্রহণ করে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পঠনপাঠনের মান উন্নয়ন করাই তাঁর প্রথম লক্ষ্য। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন আয়োজনেরও চেষ্টা করছি।‘

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাসেই অতিরিক্ত ৭০টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে। উপাচার্য বলেন, শুধু ক্যামেরা নয়, নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘যাদবপুর শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলার গর্ব। এখানে শিক্ষার পরিবেশ যেন আরও নিরাপদ ও গুণগতমানসম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।‘

    অক্টোবর মাসে যাদবপুর-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে রাজ্য প্রস্তাবিত উপাচার্যের নামে সিলমোহর দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ৬ জনের সঙ্গে বৈঠকও করেন রাজ্যপাল তথা আচার্য। এরপরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে আশুতোষ ঘোষের নাম ঘোষণা করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য চিরঞ্জীব ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য উদয় বন্দ্যোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিস ভট্টাচার্য, রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের জন্য চন্দ্রদীপা ঘোষ এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য আবু তালেব খানের নাম ঘোষণা করা হয়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)