• BIG UPDATE: অযোগ্য শিক্ষাকর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত! আজ কী ঘোষণা? চাকরিপ্রার্থীদের ভবিষ্যত্‍ কী?
    ২৪ ঘন্টা | ০৩ নভেম্বর ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার, আজই ফের প্রকাশ হতে চলেছে এসএসসি-র আরেক দফা অযোগ্যদের তালিকা।এইদিন গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিকেল চারটের পর এই তালিকা প্রকাশ করবে এসএসসি। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫৯১ জনের। যাঁদের মধ্যে গ্রুপ সি-তে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন ৭৮৩ জন। এছাড়াও, সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ৫৭ জন অযোগ্য। গ্রুপ ডি-র পাতায় দাগিদের সংখ্যা ১ হাজার ৭৪১। ওএমআর জালিয়াতি থেকে র‌্যাঙ্ক জাম্প সবেরই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

  • Link to this news (২৪ ঘন্টা)