• ডাইনি সন্দেহে নিজের মাকে খুন ঝাড়খণ্ডে! গ্রেপ্তার ‘গুণধর’ ছেলে
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাইনি সন্দেহে নিজের মাকে খুন। ঝাড়খণ্ডে দুমকার ঘটনায়, ৪১ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এই খবর জানিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, ৭০ বছরের মুনি সোরেনকে ডাইনি সন্দেহে কুপিয়ে খুন করেছে তাঁর নিজের ছেলে। গত ২৮ অক্টোবর এই ঘটনা ঘটিয়েছে ৪১ বছরের ওই ব্যক্তি। দুমকার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ওই মহিলা। শনিবার তাঁর মৃত্যু হয়। অভিযুক্তকে তাঁর মধুবনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মুনি সোরেনের মৃত্যুর পরে পুলিশের কাছে ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর মেয়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আগেও ওই মহিলাকে খুনের চেষ্টা করে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ‘নিজের ১৮ বছর বয়সী মেয়ের মৃত্যুর জন্য মুনি সোরেনকে দায়ি করে অভিযুক্ত।’ পুলিশ আরও জানিয়েছে, নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত। তদন্তকারী অফিসার জানিয়েছেন, ২৮ অক্টোবর রাতে মাতাল অবস্থায় নিজের মৃত মেয়ের কথা ভাবছিলেন ওই যুবক। সেই সময় রাগের বশে বোনের বাড়িতে গিয়ে নিজের মাকে ছুরি মেরে খুন করে সে।

    খুনে ব্যবহার হওয়া ছুরিটিও উধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কুসংস্কার বিরোধী ক্যাম্প করা হবে।
  • Link to this news (প্রতিদিন)