‘বিচার বিভাগের শক্তি বৃদ্ধি জরুরি’, আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগী, কৃতী ছাত্রদের সংবর্ধনাও দিলেন
প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: সম্প্রতি ডঃ রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির (RMLNLU) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় রাজ্য ও দেশের জন্য খুবই গর্বের। এখানকার ছাত্ররা বিচার ব্যবস্থাকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, ‘সত্যং বদ, ধর্মং চর’ মন্ত্রটি প্রাচীন গুরুকুলের শিক্ষাকে তুলে ধরে। ধর্ম মানে শুধু পুজো নয়, বরং নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা। একটি ভালো সরকার বা ‘রাম রাজত্বের’ জন্য শক্তিশালী বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি।
মুখ্যমন্ত্রী জানান, সরকার বিচার ব্যবস্থার উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ই-কোর্ট, বিকল্প বিবাদ নিষ্পত্তি (ADR) ও সাইবার আইন প্রশিক্ষণ। ভারতীয় ন্যায় সংহিতা সহ তিনটি নতুন আইন সংহিতার কথাও তিনি উল্লেখ করেন। বিচার ব্যবস্থাকে উন্নত করতে উত্তরপ্রদেশের ১০টি জেলায় ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্স গড়া হচ্ছে। মহিলা ও শিশুদের দ্রুত বিচার দিতে ৩৮০টিরও বেশি POCSO আদালত তৈরি করা হয়েছে।
তিনি বিচারপতিদের অর্থাৎ বেঞ্চ এবং আইনজীবীদের অর্থাৎ বার-এর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁকে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হওয়ার জন্য আগাম অভিনন্দন জানান। আগামী ২৪ নভেম্বর সূর্য কান্ত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন। বিচারপতি বিক্রম নাথ এবং হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ ভানসালিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে কৃতী ছাত্রদের বিভিন্ন বিভাগে গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী সকল পড়ুয়াকে সত্য ও সততা বজায় রেখে দেশের বিচার ব্যবস্থায় অবদান রাখার আহ্বান জানান।