• বহরাইচে নৌ-দুর্ঘটনা, পুনর্বাসনে ২১.৫৫ কোটি অনুমোদন, শোকাহত পরিবারগুলির পাশে মুখ্যমন্ত্রী যোগী
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: সম্প্রতি বহরাইচে নৌ-দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন। তিনি প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

    মুখ্যমন্ত্রী জানান, সরকার সবসময় তাদের পাশে আছে। তিনি নিহতদের পরিবারগুলির হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন।

    আর্থিক সাহায্যের আগে মুখ্যমন্ত্রী আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সমস্ত ত্রাণ কাজ শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন।

    মুখ্যমন্ত্রী একটি বড় পুনর্বাসন প্রকল্পের নির্দেশ দিয়েছেন। ভারথাপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক মাসের মধ্যে সরিয়ে দেওয়ার কথা জানান। এই কাজের জন্য তিনি ২১.৫৫ কোটি টাকা অনুমোদন করেছেন।

    স্থানান্তরিত প্রতিটি পরিবার যেন জমি, অর্থ সাহায্য এবং নতুন বাসস্থান পায় সেদিকে খেয়াল রাখছেন তিনি। নতুন কলোনিগুলিতে সবরকম সুবিধা থাকবে। যেমন— বিদ্যুৎ, জল সরবরাহ, রাস্তা এবং পাকা বাড়ি। কলোনিগুলির নাম হবে তাদের পুরনো গ্রামের নামেই।

    এছাড়া বহরাইচের অন্যান্য ক্ষতিগ্রস্ত গ্রামও চিহ্নিত করা হবে। বন এলাকায় থাকা বাসিন্দাদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। তাদের পুনর্বাসনের জন্য বাজেট জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন এক মাসের মধ্যে শেষ করতে হবে।
  • Link to this news (প্রতিদিন)