সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নোগ্রাফির উপরে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ যদিও প্রধান বিচারপতির বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, শীর্ষ আদালত নিষেধাজ্ঞা জারি করতে আগ্রহী নয়। নেপালে সমাজমাধ্যম এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতেই জেন জি আন্দোলন শুরু হয়েছিল। তার পরিণতি দেখেছে গোটা বিশ্ব। সোমবার সেকথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত।
আদালতের কাছে মামলাকারী আর্জি জানান, পর্নোগ্রাফি দেখায় নিষেধাজ্ঞা জারি করতে কেন্দ্রীয় সরকার একটি জাতীয় নীতি তৈরি করুক। বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা যাতে করে পর্নোগ্রাফি না দেখে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখায় নিষেধাজ্ঞা জারির আবদারও জানান তিনি। আবেদনকারী দাবি করেন, ভারতে প্রায় ২০ কোটি পর্নোগ্রাফিক ভিডিও অথবা ক্লিপ বিক্রির জন্য তৈরি রয়েছে৷ তার মধ্যে শিশু পর্নোগ্রাফিও রয়েছে৷ পর্নোগ্রাফি ব্যক্তি মানুষের পাশাপাশি গোটা সমাজের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। মনে করিয়ে দেন, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের কনটেন্টের সাইটগুলিকে ব্লক করার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷
যদিও সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরোধিতাকে কেন্দ্র করে কিছুদিন আগেই উত্তাল হয়েছিল প্রতিবেশী দেশ নেপাল, সেই উদাহরণ টেনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নিষেধাজ্ঞা জারি করতে গিয়ে নেপালে কী পরিস্থিতি তৈরি হয়েছিল মনে আছে তো! তবে চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানির হবে বলেও জানিয়েছে বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি বিআর গাভাই৷