একের পর এক গাড়িতে ধাক্কা ডাম্পারের মদ্যপ চালকের! ভয়ংকর দুর্ঘটনায় মৃত ১০
প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের জয়পুরে। ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ১০ জনের। আহত অন্তত ৫০। ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিল। প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারে। এরপর আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারতে মারতে অভিশপ্ত ডাম্পারটি বেশ কিছুটা পথ এগিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুরের লোহামান্ডি রোডে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়দের আশঙ্কা, ঘাতক ডাম্পারটির নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারের চালক একেবারে মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। সেই সময় একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা মারতে থাকে। অন্তত চার থেকে পাঁচটি গাড়িকে অভিশপ্ত ডাম্পারটি ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় রীতিমতো আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যে ডাম্পারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল কিনা তা নিশ্চিত হতে মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে গাড়িটির সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বলে রাখা প্রয়োজন, রবিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে রাজস্থানের যোধপুর শহরে। ভারত মালা এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে একটি ট্রাভেলার গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। গুরুতর আহত আরও ৩ জন। যোধপুর থেকে ২২০ কিলোমিটার দুরে কোলায়াত মন্দির দর্শন করে ছোটখাটো বাসের আকারের ট্রাভেলার গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন একদল পুণ্যার্থী। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার খবর রাজস্থানে।