• মাথার দাম ছিল ১৪ লক্ষ, মধ্যপ্রদেশে আত্মসমর্পণ মাওবাদী নেত্রী সুনীতার
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ক্রমেই ফিকে হচ্ছে ‘লাল সন্ত্রাস’। ছত্তিশগড়ে প্রায় কোমড় ভেঙে গিয়েছে মাওবাদীদের। তার মাঝেই এবার মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী সুনীতা (২৩)। তার মাথার দাম ছিল ১৪ লক্ষ টাকা।

    গত শনিবার বালাঘাটে মধ্যপ্রদেশ পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘হক ফোর্স’-এর সামনে সুনীতা আত্মসমর্পণ করে। সে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। পুলিশ সূত্রে খবর, বালাঘাট-সহ একাধিক জেলায় সংগঠন শক্তিশালী করার দায়িত্বে ছিল সুনীতা। একইসঙ্গে সে মাওবাদী গোষ্ঠী পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র একজন কমান্ডারও ছিল। ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ যৌথভাবে সুনীতার মাথার দাম রেখেছিল ১৪ লক্ষ টাকা।

    ‘হক ফোর্স’-এর সহকারী কমান্ডার রূপেন্দ্র ধুরভে বলেন, “সুনীতা ছত্তিশগড়ের বিজাপুরের গোমভেতার বাসিন্দা। মধ্যপ্রদেশের পাশাপাশি সে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়েও সক্রিয় ছিল। সোমবার একটি ইনসাস রাইফেল নিয়ে সে আত্মসমর্পণ করে।” একটি বিবৃতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদীদের আত্মসমর্পণের জন্য আগেই সতর্ক করেছিলেন। তা না করলে তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। সুনীতার আত্মসমর্পণ তাঁর এই পদক্ষেপেরই ফল। তিনি বলেন, “১৯৯২ সালের পর এই প্রথম অন্য রাজ্যের কোনও মাওবাদী মধ্যপ্রদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করল। গত ১০ মাসে রাজ্যে যত মাওবাদী আত্মসমর্পণ করেছে, তাদের সম্মিলিত মাথার দাম ১.৪৬ কোটি।”
  • Link to this news (প্রতিদিন)