• ৩৫ বছর আগে নিখোঁজ, ‘এসআইআর আতঙ্কে’ মুর্শিদাবাদের বাড়িতে ফিরলেন ব্যক্তি
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর আতঙ্ক ফিরিয়ে দিল পরিবারের নিখোঁজ সদস্যকে! ৩৫ বছর পর বাড়ি ফিরলেন ‘নিখোঁজ’ করিম শেখ। তাঁর এই প্রত্যাবর্তনে পরিবারের সদস্যদের মধ্যে সুখের আবহে বেড়েছে জটিলতাও। ঘটনাটি ঘটেছে ভগবানগোলায়। দীর্ঘদিন না ফেরায় তাঁকে মৃত ভেবে নিয়েছিল পরিবার। ফলে জট তৈরি হয়েছে। এ বিষয়ে ভগবানগোলা-১ এর বিডিও নাজির হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনও কিছু জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হবে।”

    জানা গিয়েছে, বছর ৩৫ আগে হঠাৎ করে নিখোঁজ হয়েছিলেন ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকার বাসিন্দা করিম শেখ। বহু খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ভগবানগোলা থানায় নিখোঁজের খোঁজ পেতে আবেদনও করা হয়। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলে ওই নিখোঁজের পরিবার ধরে নেন তিনি আর জীবিত নেই। এই ব্যাপারে তাঁর ভাই কুদ্দুস শেখ বলেন, “নব্বইয়ের দশকের গোড়ার দিকে বউদির সঙ্গে ঝামেলা করে দাদা নিখোঁজ হন। হন্যে হয়ে খোঁজ করেও তাঁর হদিশ করতে পারিনি। কোথাও কোনওরকমভাবে সন্ধান পাইনি। আমরা মনে করেছিলাম করেছিলাম দাদা আর জীবিত নেই। শনিবার সন্ধ্যায় হঠাৎ দাদা বাড়িতে এসে উপস্থিত হওয়ায় সবাই অবাক হয়ে যাই। এতদিন পর দাদাকে দেখে চোখে জল এসে গিয়েছিল।”

    কিন্তু বিপত্তিও বেড়েছে। বছর তিনেক আগে ওই ব‌্যক্তির মৃত্যুর শংসাপত্রও তোলেন স্ত্রী মশিয়া বিবি। ওয়ারিশ সার্টিফিকেট তুলে নিজের জমির অংশ বুঝে নেন তিনি। এবং প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে পাশের গ্রামে বাবার বাড়ি সংলগ্ন এলাকায় বাড়ি করে বসবাস শুরু করেন। ফলে করিম ফিরে আসায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে হাবাসপুরের ওই পরিবারে।

    এদিকে রবিবার নিজের পুরাতন ভিটের উপর দাঁড়িয়ে করিম শেখ বলেন, “প্রায় ৩৫ বছর হাওড়ার বাউরিয়া এলাকায় ছিলাম। সেখানে নতুন বিয়ে করে সংসার গড়েছি। কারও সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি। এখন এসআইআয়ের কাজ চলছে। পুরনো ভোটার কার্ড ও নথিপত্রের প্রয়োজন দেখা দেওয়ায় বাড়ি ফিরে এসেছি।” প্রায় পঁচিশ বছর বয়সে গৃহত্যাগ করেন করিম, এখন তাঁর বয়স ষাট পেরিয়েছে। ফলে এত বছর পর হঠাৎ করে করিমের এভাবে আবির্ভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরাও অবাক হয়ে গিয়েছেন। আমিনুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, “ভেবেছিলাম করিম মারা গিয়েছেন। এত বছর পর ফিরে আসাটা সত্যিই অবিশ্বাস্য।” তবে করিমের প্রথম স্ত্রী মশিয়া বিবির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)