• বৃষ্টি বিপর্যয় ভুলে ‘ফিনিক্স’ কলেজস্ট্রিট! সোমবার কলেজ স্কোয়ারে ‘ভিজে বইয়ের বইমেলা’
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে ভাসছে সত্যজিৎ, আশাপূর্ণা, সুনীল, শীর্ষেন্দু, সমরেশ… বড় হাউজের পুজো সংখ্যা থেকে লিটল ম্যাগাজিন! এই জল কি গত ২৩ সেপ্টেম্বর রাতের আকাশভাঙা বৃষ্টি নাকি প্রকাশক ও পাঠকের চোখের জল! আমফানও এত ক্ষতি করতে পারেনি, মনে করেন প্রকাশকরা। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে সোমবার, ৩ নভেম্বর কলেজ স্কোয়ার মেন গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ‘ভিজে বইয়ের বইমেলা’ আয়োজন করেছে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সহযোগিতায় স্বনির্ভর এবং দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন। অন্যতম উদ্দেশ্য হল প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং মুদ্রণ সহযোগী সংস্থাগুলির পাশে দাঁড়ানো।

    ভিজে বইয়ের মেলা শুরু হয়েছে আজ (সোমবার) সকাল ১১ থেকে। চলবে রাত ৮টা অবধি। অংশ নিচ্ছে বইপাড়ার ২৫টি প্রকাশনা সংস্থা। প্রায় সকলেই সেপ্টেম্বরের ভয়ংকর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন। সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পাঠকই আশ্রয়। তাই প্রিয় পাঠকের জন্য প্রতিটি বইয়ে কমপক্ষে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। হয়তো সেই বই সামান্য মলিন। তবু এ তো কেবলই গ্রন্থ বিনিময় নয়, কার্যত হৃদয়ের আদানপ্রদান। পাঠক-লেখক-প্রকাশক সম্পর্কের তরতাজা সেতু।

    ‘ভিজে বইয়ের বইমেলা’য় দুপুর ১২টা নাগাদ ২৩ সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আবেদনকারী ৬৫টি প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং মুদ্রণ সহযোগী সংস্থাগুলির প্রতিনিধিদের সহায়তা চেক প্রদান করা হয়েছে। অভিযান পাবিলশার্সের কর্ণধার কলেজ স্ট্রিটের অন্যতম প্রকাশক মারুফ হোসেন বলছেন, “বৃষ্টিতে যত কোটি টাকার ক্ষতি হয়েছে, তাতে এই সহায়তা চেক কিছুই না। কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের টাকা অর্থাৎ মানুষের ভালোবাসার শক্তি। এর একটা আলাদা দাম আছে।”

    বেলা গড়াতেই মেলায় ভিড় বাড়ছে গ্রন্থপ্রেমীদের। সে কথাও জানাচ্ছেন মারুফ। তিনি বলেন, “আজকের মেলায় প্রতিটি স্টলে পাঠকের ভিড়। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই রাস্তায় আজ অসংখ্য মানুষ। অধিকাংশই তরুণ। এটাও একটা আশার কথা বাংলা প্রকাশনার জন্যে। ইতিমধ্যে প্রত্যেক স্টলে গড়ে হাজার পাঁচেক টাকার বই বিক্রি হয়েছে (দুপুর দেড়টার খবর)।” ইতিকথা পাবলিকেশনের তরুণ প্রকাশক শূদ্রক উপাধ্যায় বলছেন, “৮০ শতাংশ ছাড়েও ভেজা বই বিক্রি করছি আমরা। পাঠক কিন্তু মলিন বই কিনছেন। এতেও উপকৃত হচ্ছেন আমাদের মতো প্রকাশকেরা। পাশাপাশি সহায়তা চেকও রয়েছে। সব মিলিয়ে অতিবৃষ্টিতে যে বিপর্যয় ঘটেছিল তাতে কিছুটা প্রলেপ তো বটেই।” সোমবার সারাদিন গ্রন্থপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে কলেজ স্কোয়ারের ‘ভিজে বইয়ের বইমেলা’।
  • Link to this news (প্রতিদিন)