• ৭ বছর পর ‘ঘর ওয়াপসি’, ছাব্বিশের আগেই তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • কৃষ্ণকুমার দাস: সাত বছর পর দলে প্রত্যাবর্তন! ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক। ইতিমধ্যে বাড়ি থেকে তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন দু’জন। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগ দিতে চলেছেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা, তবে কি ছাব্বিশের  বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন শোভন? সেক্ষেত্রে নিজের এলাকা বেহালা পশ্চিমেই তাঁকে প্রার্থী করা হবে?

    মাস খানেক আগে প্রশাসনিক পদে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়। নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ বা NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে। তার আগে বিভিন্ন সময়ে দফায় দফায় শোভন ও বৈশাখী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা, আলোচনা হয়েছে। এরপরই শোভনকে এনকেডিএ-র দায়িত্ব দেওয়া হয়। আর এবার তাঁর ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। সাত বছর পর ফের ঘাসফুল শিবিরে ফেরা শোভনকে ভোটের অন্যতম সৈনিকের দায়িত্ব দেওয়া হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

    বছর সাতেক আগে, ২০১৮ সালে দলের সঙ্গে দূরত্বের জেরে আচমকাই কলকাতার মেয়র পদ ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। একইসঙ্গে আর দুই দপ্তরের মন্ত্রিত্বও ছাড়েন তিনি। ২০১৯ সালে  বিজেপি দিল্লি গিয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০২০ সালের কলকাতা জোনের পর্যবেক্ষক হন শোভন আর বৈশাখীকে দেওয়া হয় সহ-আহ্বায়কের পদ। একুশের বিধানসভা ভোটে তাঁদের তারকা প্রচারকের দায়িত্ব দেওয়া হয় বিজেপির তরফে। কিন্তু  গেরুয়া শিবিরে খুব বেশিদিন থাকেনননি শোভন-বৈশাখী।

    তারপর ফের ঘাসফুল শিবিরের সঙ্গে যোগাযোগ বাড়ে তাঁদের। পুরনো সতীর্থদের কারও কারও সঙ্গে নতুন করে নিবিড় যোগাযোগ তৈরি হয় প্রাক্তন মেয়রের। প্রতি বছর ভাইফোঁটায় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতায়াতে ছেদ পড়েনি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন-বৈশাখীর বেশ কয়েকবার ব্যক্তিগত স্তরে কথাবার্তা হয়েছে বলে খবর। এরপর গত মাসে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়। তার পরপরই এনকেডিএ-র দায়িত্ব পান শোভন চট্টোপাধ্যায়। এবার দলে ফিরছেন।
  • Link to this news (প্রতিদিন)