• ‘এত তাড়াতাড়ি চার্জশিট কী ভাবে?’ দুর্গাপুরের ঘটনায় প্রশ্ন তরুণীর সহপাঠীর আইনজীবীর
    এই সময় | ০৩ নভেম্বর ২০২৫
  • দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সোমবার প্রথম শুনানি হলো দুর্গাপুর মহকুমা আদালতে। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। নাম রয়েছে অভিযোগকারী তরুণীর সহপাঠী।

    এ দিন আদালতে ওই সহপাঠীর আইনজীবী প্রশ্ন তোলেন, ‘অনেক তাড়াতাড়ি চার্জশিট পেশ করা হয়েছে। থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায়? তা এই মামলার অঙ্গ।’ পাল্টা সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘এই মামলায় থানার সিসিটিভি ফুটেজের কোনও প্রয়োজন নেই।’ পরে আদালতের বাইরে এসে সরকারি কৌঁসুলি জানান, ২০ দিনে এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। একদম ঠিক আছে। একই সঙ্গে এ দিন আরও দুই ধৃতকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রস্তাব দেওয়া হয়েছে। বাকি বিষয়ে বিচারক সিদ্ধান্ত নেবেন।’

    ১০ অক্টোবর সন্ধেয় দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। কলেজের বাইরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগে নাম জড়ায় তাঁর এক সহপাঠীর। সঙ্গে আরও ৫ জন এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। চার্জশিটে সকলের অপরাধের উল্লেখ করা হয়। লুটপাট, ছিনতাই, টাকা আদায়ের অভিযোগও ওঠে দুই ধৃতের বিরুদ্ধে। চার্জশিটের পরে এ বার শুরু হয় শুনানিপর্ব।

  • Link to this news (এই সময়)