• সিসিএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না: অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ০৪ নভেম্বর ২০২৫
  • এসআইআর আবহে বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প চালু করছে বিজেপি ও তার শাখা সংগঠন। তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমে সিএএ-এর ফলে হিন্দুদের করুণ অবস্থা হয়েছিল। সে বিষয়ে সতর্ক করে অভিষেক বলেন, ‘এরা যে সিএএ ক্যাম্প করছে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে।‘

    সোমবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-সহ একাধিক ইস্যুতে সরব হন তিনি। অভিষেক সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘তৃণমূল থাকতে কারও নাম বাদ যাবে না। কেউ ভয়ে কিংবা আতঙ্কে থাকবেন না।‘  ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন, ‘তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক ওয়ার্ডে সাহায্যের জন্য হেল্প ডেস্ক-ক্যাম্প তৈরি করা হচ্ছে।‘  শুধু তাই নয়, অভিষেক আরও জানান, প্রত্যেকটি বিধানসভায় সুনির্দিষ্ট ওয়াররুমের ব্যবস্থা থাকবে, যার দায়িত্বে থাকবেন দলের বিধায়ক এবং সাংসদরা।

    এদিন এসআইআর নিয়ে রাজ্যে একের পর এক মৃত্যু নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আগামিকাল থেকে এসআইআর শুরু হবে। তার আগেই ছ’জনের মৃত্যু হয়েছে। সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল।‘  বিজেপিকে নিশান করে অভিষেক বলেন, ‘যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি, জমিদার বলি।‘ বিজেপিকে নিশানা করার পাশাপাশি অসমে কেন এসআইআর হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    মঙ্গলবার দুপুরে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাইকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং দুই চব্বিশ পরগনা, হাওড়া-সহ দু-তিনটি জেলা থেকে সাধারণ মানুষকে মিছিলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর অম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে। মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। মিছিলে মমতা-অভিষেক কী বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)