সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে আতঙ্ক। যান্ত্রিক ত্রুটির জেরে মোঙ্গলিয়ার রাজধানী উলানবাটোরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে উড়ানটিতে কতজন যাত্রী এবং ক্রু ছিলেন, তা জানা না গেলেও প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, রবিবার দুপুর ২টো ৪৭ মিনিট নাগাদ এআই ১৭৪ বিমানটি আমেরিকার সানফ্রান্সিসকো থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝখানে কলকাতায় একটি ‘স্টপওভার’ ছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে মোঙ্গলিয়ার রাজধানী উলানবাটোরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় সেখানকার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই সন্ধ্যে ৭টা ৪০মিনিট নাগাদ উড়ানটি জরুরি অবতরণ করে।
বিমান সংস্থার তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সানফ্রান্সিসকো থেকে বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির জেরে উড়ানটি উলানবাটোরে জরুরি অবতরণ করে। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উলানবাটোরে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনায় আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়া যাত্রী এবং ‘ক্রু’-দের নিরাপত্তার বিষয়টিকে সর্বদা অগ্রাধিকার দিয়ে এসেছে।’ তবে বিমানটির ঠিক কোথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা জানানো হয়নি।