• ‘SIR-এ নাম বাদ পড়বে?’ জনতার প্রশ্নে অসুস্থ তৃণমূল কাউন্সিলর সাকির আলি, ভর্তি হাসপাতালে
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জন্মশংসাপত্র-সহ সমস্ত কাগজ পত্র জোগাড়ে হুড়োহুড়ি। এর মধ্যেই আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। এবার এসআইআর উদ্বেগে অসুস্থ হয়ে পড়লেন রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর থেকেই তাঁর কাছে মানুষজন ভিড় জমাচ্ছিলেন। মানসিক চাপ বাড়ছিল। সেই চাপেই সাকির আলি অসুস্থ হয়ে পড়েন। যদিও পুরো বিষয়টি ‘নাটক’ বলে পালটা দাবি স্থানীয় বিজেপি নেতা স্বপন পালের।

    এসআইআর প্রক্রিয়া ঘোষণার পরেই আত্মহত্যা করেন পানিহাটি এলাকায় বাসিন্দা প্রদীপ কর। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর তরজা। এর মধ্যেই ইলামবাজার, পূর্ব বর্ধমানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ওঠে। আজ, সোমবার ডানকুনির হাসিনা বেগম নামে এক মহিলার মৃত্যুর খবর সামনে আসে। পরিবার এবং তৃণমূলের অভিযোগ, ”২০০২-এর ভোটার তালিকায় নাম নেই তাঁর। এরপরেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। আজ হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে।” যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এর মধ্যেই রিষড়ার তৃণমূল কাউন্সিলর সাকির আলির অসুস্থ হওয়ার খবর সামনে আসে।

    তাঁর পরিবারের আরও দাবি, এলাকায় একাধিক বসতি রয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর তাঁর কাছে সবার একটাই জিজ্ঞাসা, তাঁদের নাম আদৌ আছে কি না, কাগজ ঠিক আছে কি না। সবাইকে তা বোঝাতে গিয়েই সাকির আলি অসুস্থ হয়ে পড়েন। আপাতত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল নেতা।

    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ”রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এসআইআরের ভয়ে। এসব নাটক ছাড়া আর কিছু না।” এই প্রসঙ্গে বিজেপি নেতার কটাক্ষ, দেশের ১২ টা রাজ্যে এসআইআর হচ্ছে। কেউ সেখানে অসুস্থ হয়ে পড়ছেন না। কিন্তু এখানে তৃণমূল নেতা অসুস্থ হচ্ছেন। তাই পুরো বিষয়টাই ‘সাজানো’ বলে তোপ স্বপন পালের।
  • Link to this news (প্রতিদিন)