• নথিতে বাবার নামের বানান ভুল! ‘SIR আতঙ্কে’ এবার মৃত্যু শুভেন্দুর জেলায়
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: SIR আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের রামনগর। জানা যাচ্ছে, নথিতে বাবার নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ। তাতেই আচমকা বুকে ব্যথা। চিকিৎসা করলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

    গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। আতঙ্ক রয়েছেই। অনেকেই ভাবছেন ভিটে মাটি ছাড়তে হবে না তো? একাধিক ব্যক্তি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তৃণমূল। সেই তালিকায় এবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সিরাজ। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব সিরাজ দীর্ঘদিন জাপানে ছিলেন। দিঘাতেও তাঁর একটি হোটেল রয়েছে। সম্প্রতি রামনগরের গোবরার বাড়িতে ফেরেন তিনি। রামনগরের বিধায়ক অখিল গিরি জানান, বাড়ি ফিরে এসআইআরের জন্য নথি দেখছিলেন তিনি। দেখা যায়, বাবার নামের বানান ভুল আছে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরই অসুস্থ হয়ে মৃত্যু। তাঁর দাবি, এসআইআর আতঙ্কই প্রাণ কেড়েছে সিরাজের। 

    পুলিশের তরফে জানানো হয়েছে, আচমকা বুকে ব্যথা অনুভব করেন সিরাজ। সঙ্গে সঙ্গে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা জটিল হওয়ায় কাঁথিতে রেফার করা হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ।  প্রসঙ্গত, এসআইআরের বিরোধিতায় সরব রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারবার আশ্বস্ত করেছেন রাজ্যবাসীকে। বলেছেন, ভয়ের কোনও কারণ নেই। একজনের নাম বাদ পড়লেও বৃহত্তর আন্দোলন হবে।  
  • Link to this news (প্রতিদিন)