• প্রত্যেক বিধানসভায় ‘মিঠুন যোদ্ধা’, প্রচারের আলোয় থাকতেই কি নিজের নামে কর্মসূচি ‘মহাগুরু’র?
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার, মালদহ: বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সঙ্গে সোশাল মিডিয়া যুদ্ধে পাল্লা দিতে ইতিমধ্যে ‘নমো যুবা যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। এর পাশাপাশি এবার আরও এক ধাপ এগিয়ে নিজের নামেই কর্মসূচি ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী! ‘মিঠুন যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা করলেন অভিনেতা তথা এই বিজেপি নেতা। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারের আলোয় ভেসে থাকতেই এহেন কর্মসূচি ঘোষণা মিঠুন চক্রবর্তীর।

    বলে রাখা প্রয়োজন, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা করেছেন। আর তাতে সামিল হয়ে ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বাংলার যুব সমাজ। এরপরেই তৃণমূলকে অনুসরণ করে দু’দিন আগেই ‘নমো যুবা যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবিরের যুবা সংগঠন। 

    শুধু তাই নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূলকে অনুসরণ করেছে বিজেপি। কার্যত আরও একবার সে পথে হেঁটেই রাজনীতির ময়দানে প্রচারের আলোয় ভেসে থাকতেই ‘মিঠুন যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা! 

    আজ সোমবার মালদহে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই এই মিঠুন যোদ্ধা’ কর্মসূচির ঘোষণা করেন ‘মহাগুরু’। সেই অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের ১৫০ জন করে দলীয় কর্মী নিয়ে ‘মিঠুন যোদ্ধা’ নাম দিয়ে গ্রুপ তৈরির নির্দেশ দেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের দু’টি মোবাইল নম্বর দিয়ে মিঠুন বলেন, ‘‘যখন ফোন করবেন, তখনই পাবেন। দু’টি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দিতে, অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য। আপনারা যে কোনও সময় ফোন করবেন।’’

    মালদহের সাহাপুরের এক বেসরকারি হোটেলে এদিন গেরুয়া শিবিরের বিজয়া সম্মিলনী হয়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘‘আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে ওরা ভয় দেখাবে, পাল্টা ভয় দেখান। দেখবেন, ওদের আর ধারেকাছে পাবেন না।’’
  • Link to this news (প্রতিদিন)