রায়গঞ্জে কিশোরীকে ধর্ষণের পর খুন? গ্রেপ্তার প্রেমিক
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল কিশোরী! দিন কয়েক পরে তাঁর খোঁজ মেলে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালেই সে মারা যায়। ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কিশোরীর প্রেমিককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সরিফুল হক। আজ, সোমবার ধৃতকে ইসলামপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ার সীমান্তবর্তী দাসপাড়া বাজার এলাকার ঘটনা। দু’জনের সামাজিক মাধ্যমে যোগাযোগ হয়েছিল। তারপর কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় যুবকের। অভিযোগ, যুবকের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দশম শ্রেণির ওই ছাত্রী। শেষপর্যন্ত রবিবার রাতে পরিত্যক্ত এলাকা থেকে জখম অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ, সোমবার সকালে ইসলামপুর মহকুমা হাসপাতালের মৃত্যু ওই কিশোরীর। পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করা হয়। মৃতার দাদার অভিযোগ, “বোনকে ধর্ষণ করে গলা টিপে খুন করা হয়েছে।” পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি দাসপাড়া বাজার এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।