• তৃণমূলের SIR মিছিলের দিনই সোদপুরে শর্তসাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি হাই কোর্টের 
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: শর্তসাপেক্ষে সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুল তলা বাসস্টপ পর্যন্ত বিজেপিকে মিছিল করতে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মিছিল হবে ১০০০ লোক নিয়ে। আজ সোমবার এই সংক্রান্ত শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। শুনানি শেষে রাজ্যের আবেদন খারিজ করে শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলে অনুমতি দেয় হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুসারে বিকেল ৩টে থেকে সন্ধে ৫ টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। এমনকী মিছিলের শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি চন্দ।

    এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে পারদ। একদিকে মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এসআইআরের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এই দাবিতে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল হওয়ার কথা। এই মিছিলের অনুমতি পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

    মিছিলের অনুমতি দিয়ে আদালতের আরও নির্দেশ, মিছিলের আয়োজকদের নিশ্চিত করতে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে। এজন্য পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে বলেও নির্দেশে জানান বিচারপতি কৌশিক চন্দ।
  • Link to this news (প্রতিদিন)