• প্রতি জেলায় পৃথক সোশ্যাল মিডিয়া ইউনিট, তৈরি হচ্ছে ১০৮ শূন্যপদ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু প্রচার নয়, রোজগারেরও মাধ্যম অনেকের জন্য। দিন দিন আরও চাহিদা বাড়ছে সোশ্যাল মিডিয়ার। এই পরিস্থিতিতে এই মাধ্যমের উপরে আরও জোর দিতে চলেছে রাজ্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের প্রতিটি জেলাতে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া ইউনিট খোলা হতে চলেছে।

    তা চালু করা হবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে, জানা গিয়েছে এমনটাই। প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সদর কার্যালয় থেকে ইউনিটগুলি পরিচালিত হতে চলেছে, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, সমস্ত জেলাগুলিতে সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮টি নতুন শূন্যপদ তৈরি করা হচ্ছে।

    সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তথ্যের ছড়াছড়ি। এর মধ্যে কোনটি আসল এবং কোনটি নকল, তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, জেলাগুলিতে তৈরি এই সোশ্যাল মিডিয়া ইউনিটের মাধ্যমে ভুয়ো খবর প্রতিরোধ করা হবে। পাশাপাশি সরকারি তথ্য প্রচারও করা হবে। একই সঙ্গে সচেতন করা হবে সাধারণ মানুষকে। সরকারের এই উদ্যোগে একদিকে যেমন নতুন শূন্যপদ তৈরি হতে চলেছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় সরকারি বিষয়ে ভুয়ো তথ্যের ছড়াছড়িতে লাগাম পরানো যাবে বলে আশাবাদী অধিকাংশরাই।

  • Link to this news (এই সময়)