• উত্তরপ্রদেশের রাস্তার গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • রাজস্থান এবং তেলঙ্গানার পর এ বার উত্তরপ্রদেশ। ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি এলাকায় ওই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দু'জন।

    পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ দেবা থানার কুতলুপুর গ্রামের কাছে কল্যাণী নদীর উপর একটি সেতুতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। অন্য দু’জনকে হাসপাতালে নিয়ে আসার পরে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতরা সকলেই গাড়ির যাত্রী এবং ফতেহপুর শহরের বাসিন্দা।

    এলাকার জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠি জানিয়েছেন, মৃতদের মধ্যে এক জন মহিলা। দুর্ঘটনায় আহত দু’জনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাক যে লেন দিয়ে যাচ্ছিল সেখানেই ঢুকে পড়ে ওই গাড়িটি। দু'টি গাড়িরই গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। ভাড়া করা গাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পলাতক ট্রাকের চালক।

    প্রসঙ্গত, সোমবার ভোরে তেলঙ্গানার শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই অন্তত ২০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন অন্তত ১০। অন্য দিকে সোমবার দুপুরেই রাজস্থানের জয়পুরের লোহামান্ডি রোডে মত্ত অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে একের পর এক যানবাহনে ধাক্কা মারার অভিযোগ উঠেছে এক ডাম্পার ট্রাকচালকের বিরুদ্ধে। এর জেরে কমপক্ষে ১৯ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। রবিবার রাতেই রাজস্থানের ফলৌদিতে তীর্থযাত্রী বোঝাই একটি টেম্পো ট্রাভেলার ধাক্কা মেরেছিল একটি দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে। ওই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের।

  • Link to this news (এই সময়)