• Malda Kid Killed Accident: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, পথেই প্রাণ গেল দেড় বছরের শিশুর
    আজ তক | ০৪ নভেম্বর ২০২৫
  • Malda Kid Killed Accident: কুটুমবাড়ি থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক দম্পতি ও তাঁদের দুই সন্তান। মাঝরাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দেড় বছরের শিশুর। গুরুতর জখম বাবা, মা ও আরও এক সন্তান। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়, সোমবার দুপুরে।

    মুহূর্তে ছিন্নভিন্ন স্বপ্নের পরিবার
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগর থেকে বামনগোলার শোনঘাটে বাড়ি ফিরছিলেন সুজয় মল্লিক নামে এক ব্যক্তি। সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই সন্তান। বেগুনবাড়ি এলাকায় তাঁদের মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে একটি মারুতি ভ্যানের সঙ্গে। সংঘর্ষের তীব্রতায় বাইক ছিটকে পড়ে রাস্তায়।

    দেড় বছরের শিশুটি মাটিতে পড়ে মাথায় গুরুতর চোট পায়। স্থানীয়রা ছুটে এসে আহত চারজনকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

    চোখের সামনে ভয়াবহ ঘটনায় স্তম্ভিত
    হাসপাতালে শোকের ছায়া। নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা। স্থানীয়দের একাংশের দাবি, ভ্যানটি অতিরিক্ত গতিতে চলছিল। পুলিশ মারুতি ভ্যানটি-সহ গাড়ি চালককে আটক করেছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

     
  • Link to this news (আজ তক)