• যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি বিধায়ক
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • সিমলা: যৌন হেনস্তা ও ব্ল্যাকমেল। বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক তরুণীর এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে। তরুণীর দাবি, তাঁর পরিবারের ক্ষতি করারও হুমকি দিয়েছেন বিধায়ক হংস রাজ। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাহাড়ি রাজ্যের চাম্বা জেলার চুরা আসনের বিধায়ক। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট মারফত হংস রাজ নির্যাতিতাকে ‘নিজের মেয়ের মতো’ বলে দাবি করেছেন। বিধায়কের দাবি, ওই অভিযোগ আদতে তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করার চক্রান্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নির্যাতিতা দাবি করেন, হংস রাজ তাঁকে লাগাতার যৌন নিগ্রহ করেছেন। ঘটনা যাতে ফাঁস না হয় সেজন্য  বিধায়ক তরুণীর পরিবারের সদস্যদের খুন করা হবে বলেও হুমকি দেন বলে অভিযোগ।  তরুণীর দাবি, একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। উলটে তাঁকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়। বিধায়কের স্ত্রীর বিরুদ্ধেও সরব হয়েছেন নির্যাতিতা। বিধায়ক অবশ্য বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। অভিযোগকারিণীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের চেষ্টার পাল্টা অভিযোগ করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)