নয়াদিল্লি: যান্ত্রিক ত্রুটির জেরে মঙ্গোলিয়ার উলানবাতোরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা-দিল্লিগামী বিমান। সূত্রের খবর, সোমবার মাঝ আকাশে বোয়িং ৭৭৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গে মঙ্গোলিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। যাত্রীদের যাবতীয় সাহায্য প্রদান করছে ভারতের বিদেশ মন্ত্রক। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্যার জন্য দুঃখিত। যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য।’