• কয়েক কোটি টাকার বিদেশি অনুদান পেয়েছিল মুম্বইয়ের ভুয়ো বৈজ্ঞানিক, দাবি সূত্রের
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • মুম্বই: পারমাণবিক তথ্য পাচারের বিনিময়ে কোটি কোটি টাকার বিদেশি অনুদান পেয়েছিল ধৃত ভুয়ো বৈজ্ঞানিক আখতার হুসেনি। বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। গত মাসে আখতারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। আখতারের ভাই আদিলকেও দিল্লি থেকে পাকড়াও করা হয়। জানা গিয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (বিএআরসি) ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিল জামশেদপুরের বাসিন্দা আখতার। ধৃতের কাছ থেকে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ১০টি ব্লুপ্রিন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পাওয়া গিয়েছে ভুয়ো পাসপোর্ট, প্যান-অধার কার্ডও। 

    মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ১৯৯৫ থেকে বিদেশি অনুদান পাচ্ছিল ধৃতরা। প্রথমে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়। তবে ২০০০ সালের পর থেকে কোটি কোটি টাকা পেতে থাকে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, বার্ক সহ বিভিন্ন পরমাণু কেন্দ্রের গোপন নথির বিনিময়ে এই টাকা দেওয়া হয়েছিল। আখতারের একটি ব্যাংক অ্যাকাউন্টে একাধিক অস্বাভাবিক লেনদেন দেখেছেন তদন্তকারীরা। অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। এছাড়া একাধিক পুরনো অ্যাকাউন্টও যাচাই করা হচ্ছে। 

    সূত্রের খবর, বারবার পরিচয় ও চেহারা বদলে দেশ-বিদেশ ঘুরত আখতার। দাদাকে মুনাজ্জিল খান নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দেয় তারই ভাই আদিল। মুনাজ্জিলের সাহায্যে দু’টি ভুয়ো পাসপোর্ট বানানো হয়। অথচ পাসপোর্টে প্রায় ৩০ বছর আগে বিক্রি হওয়া বাড়ির ঠিকানা দেওয়া ছিল। তদন্তকারীদের সন্দেহ, সেই ভুয়ো পাসপোর্ট নিয়েই পাকিস্তান গিয়েছিল আদিল-আখতার।
  • Link to this news (বর্তমান)