• ৪২ কোটির মদ, ১০৪ কোটির উপহার উদ্ধার
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে মদ বিক্রি, পান করা নিষিদ্ধ। নীতীশ কুমারের এই সিদ্ধান্ত কার্যকর ২০১৬ সাল থেকেই। অথচ সেই বিহারেই বিধানসভা নির্বাচন পর্বে মিলল ৯.৬ লক্ষ লিটার বেআইনি মদ। ধরা পড়ল নির্বাচন কমিশনের জালে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ১৪ লক্ষ টাকা। কীভাবে এবং কাদের মাধ্যমে নিষিদ্ধ থাকার পরেও বিহারে এল বেআইনি মদ, তা নিয়ে থেকে প্রশ্ন। সাধারণ ভোটারদের মন জয় করতেই এই বেআইনি মদ বিহারে বাইরের কোনও রাজ্য থেকে এসেছে বলেই মনে করছে কমিশন। 

    শুধু‌ই ঩কি মদ? নির্বাচন পর্বে কমিশন বাজেয়াপ্ত করেছে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা অর্থমূল্যের বেআইনি ড্রাগ। ৯ কোটি ৬২ লক্ষ হিসেব বহির্ভূত অর্থ। ৫ কোটি ৮ লক্ষ টাকার সোনারুপো মতো ধাতু। এছাড়া আরও কিছু বেআইনি উপহার মূল্য মিলিয়ে মোট ১০৮ কোটি ১৯ লক্ষ টাকা অর্থমূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। 
  • Link to this news (বর্তমান)