আরজেডির পোস্টারে এক কোণে লালুর ছবি! ‘পাপ ঢাকার চেষ্টা তেজস্বীর’, ঠেস মোদির
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
কাটিহার: লালু প্রসাদ যাদবের পাপ ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন তেজস্বী। সোমবার বিহারের কাটিহারে ভোট প্রচারে এমনই দাবিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন লালু-পুত্র তেজস্বীকে ফের ‘জঙ্গলরাজের যুবরাজ’ বলে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিতে ছাড়েননি আরজেডি নেতা তেজস্বী। তিনি বলেছেন, ‘লালুর যা কৃতিত্ব, তা সাত জন্মেও অর্জন করতে পারবেন না মোদি।’
আগামী বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ। তার আগে এদিন মোদি ফের লালু-জমানাকে একহাত নিয়েছেন। লালু মুখ্যমন্ত্রী থাকার সময় বিহারে জঙ্গলরাজের অভিযোগে সরব ছিল বিরোধী শিবির। সেই প্রসঙ্গ তুলেই আরজেডিকে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘লালু দীর্ঘ সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু আরজেডি-কংগ্রেসের পোস্টারে এক কোণে ঠাঁই পেয়েছে সেই লালুর ছবি।’ বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বীকে তাঁর কটাক্ষ, ‘ভোটের প্রচারে বাবার নাম নিতে ভয় পাচ্ছেন কেন? তাঁর আমল নিয়ে এত লুকোচুরি কীসের?’ প্রধানমন্ত্রীর অভিযোগ, লালু প্রসাদের আমলের ‘পাপ ঢাকা’র চেষ্টা করছেন তেজস্বী। তাই আরজেডির ভোটের প্রচারে লালুর ছবি আড়াল করা হচ্ছে।
মোদি আরও বলেন, ‘বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার আরজেডি দলটাকে চালায়।’ একই সুরে কংগ্রেসকেও বিঁধেছেন তিনি। গান্ধী পরিবারকে ‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার’ বলে দাবি করেছেন মোদি।
কংগ্রেস-আরজেডির বিরুদ্ধে মোদি ‘ছটি মাইয়া’কে অপমানের অভিযোগ তুলেছিলেন মোদি। এদিন এব্যাপারে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীকে তিনি ‘অপমান মন্ত্রণালয়’ খোলার পরামর্শ দিয়েছেন। কংগ্রেস নেত্রী বলেছেন, ভোটের প্রচারে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে কিছু বলছেন না প্রধানমন্ত্রী। শুধুমাত্র বিরোধীদের আক্রমণকেই হাতিয়ার করেছেন।