নয়াদিল্লি ও চেন্নাই: এসআইআরের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে একতরফাভাবে বাদ পড়তে পারে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম।
বিহারে বিধানসভা ভোটের আগে এসআইআর প্রক্রিয়া ঘিরে কম জলঘোলা হয়নি। বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে তালিমনাড়ু। তার আগে এবার এই দক্ষিণী রাজ্যেও বিরোধিতার সুর। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ডিএমকের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক আর এস ভারতী। এসআইআরের প্রক্রিয়াগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবেদনে বলা হয়েছে, যেভাবে অতি অল্প সময়ের মধ্যে নথি সংগ্রহ থেকে অন্যান্য প্রক্রিয়া শেষ করার নির্দেশ জারি হয়েছে, তাতে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে বাধ্য। এই প্রক্রিয়া বাতিল না হলে একতরফাভাবে অসংখ্য প্রকৃত ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে।
পাশাপাশি রাজনৈতিকভাবে সুর চড়িয়েছেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের মুখে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে স্ট্যালিনের দাবি, বিহারেও ওরা ঠিক এই কাজটাই করেছিল। এবার অন্য রাজ্যগুলিতেও একই পথে এগোতে চাইছে। -ফাইল চিত্র