• বিহারে এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সকালে সুপ্রিম কোর্টে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, একজনও বৈধ ভোটারও যেন তালিকা থেকে বাদ না যায়। যদি সত্যিই ঩কোনও অনৈতিক কিছু নজরে আসে, তাহলে আদালত হস্তক্ষেপ করবে। তাই কেন বাদ গিয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার লোকের নাম, তা নিয়ে নির্বাচন কমিশনকে আজ অবস্থান স্পষ্ট করতে হবে। 

    মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে তালিকার গোড়াতেই রয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আবেদনে এসআইআরের শুনানি। যে মামলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনতম আবেদনকারী ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, মনোজ ঝা, কে সি বেণুগোপালের মতো রাজনৈতিক নেতানেত্রীও। মোট ২০টি মামলার একসঙ্গে শুনানি চলছে। 

    ২৪ জুনের তালিকা মোতাবেক বিহারে ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)-এর ফলে ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশে নাম বাদ পড়ে ৬৫ লক্ষের। ফলে ভোটার কমে দাঁড়ায় ৭.২৪ কোটি। এরপর ফের ২১ লক্ষ ৫৩ হাজার লোকের নাম তোলা হয়। তবে বাদ যায় ৩.৬৬ লক্ষ নাম। ফলে গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় ভোটার দাঁড়িয়েছে ৭.৪২ কোটি। কিন্তু কেন বাদ গেল, ওই ৩ লক্ষ ৬৬ হাজার ভোটারের নাম, তার ব্যাখা চেয়েছে শীর্ষ আদালত।
  • Link to this news (বর্তমান)