নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে জামিন মিলল না সন্দেশখালি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের। কলকাতা হাইকোর্টে মামলার নিয়মিত শুনানি চলছে। তারই মধ্যে জামিন চেয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শাহজাহান। তাই সোমবার শীর্ষ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে জামিন মামলা শুনানির জন্য উঠতেই তা খারিজ হয়ে যায়। শেখ শাহজাহানের আইনজীবীকে বিচারপতি দীপঙ্কর দত্তকে বলেন, হাইকোর্ট নিয়মিত শুনানি করেছে এই মামলার। আপনার মক্কেলের কোনও মৌলিক অধিকারও ভঙ্গ হচ্ছে না। তাহলে এখানে সরাসরি কেন আবেদন করেছেন? কলকাতা হাইকোর্টে যান। এখানে মামলা খারিজ। শেখ শাহজাহানের আবেদন ছিল, আধঘণ্টার ব্যবধানে তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর করেছে সিবিআই। কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যেই প্রথম এফআইআরে জামিন পেয়েছেন তিনি। কিন্তু ন’মাস হয়ে গেলেও দ্বিতীয় এফআইআর নিয়ে কোনও নির্দেশ আসেনি। এই কারণেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান।