আজ, মঙ্গলবার থেকে জোড়া রাসচক্রে মাতালহাটের ত্রিদেবের বাজারে শুরু হচ্ছে রাসমেলা। দিনহাটা-১ ব্লকের প্রত্যন্ত গ্রাম ত্রিদেবের বাজারের সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠের মাঠে আয়োজিত এই রাসমেলার প্রধান আকর্ষণ ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র। এ বছর এই মেলার ১১তম বর্ষ। ৪ নভেম্বর থেকে ১৫ দিন ধরে চলবে এই মেলা। আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত কোচবিহার জেলা পারিষদের সভাধিপতি সুমিতা বর্মন, দিনহাটার মহকুমা শাসক বিজয় গিরি, এসডিপিও ধীমান মিত্র, জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা প্রমুখ।
উদ্যোক্তাদের দাবি, বিশ্বে অন্য কোথাও ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র সহযোগে রাসমেলা হয় না। কেবলমাত্র ত্রিদেবের বাজারেই জোড়া রাসচক্র দিয়ে রাসমেলা হয়। মেলাকে ঘিরে চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মেলামাঠে ঢোকার রাস্তা সহ মেলার চারপাশে। জেলা ও জেলার বাইরে থেকে অনেক ব্যবসায়ী পসরা নিয়ে হাজির হয়েছেন ত্রিদেবের বাজারের রাসমেলায়। এছাড়াও মেলার পাশাপাশি সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠের মাঠে সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন বহিরাগত শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুম্বই, অসম, কলকাতার শিল্পীরা সঙ্গীত মঞ্চস্থ করবেন।
এলাকার বাসিন্দা জেলা পরিষদের প্রাক্তন সদস্য কৃষ্ণকান্ত বর্মনের পৃষ্ঠপোষকতায় ১০ বছর ধরে এই রাস অনুষ্ঠিত হচ্ছে। তাঁর উদ্যোগেই ২০১৪ সালে দিনহাটার এই প্রত্যন্ত গ্রামে রাসমেলার সূচনা হয়। মাতালহাটের বড়ভিটা ত্রিদেবের বাজারের এই রাসমেলায় আশপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ আসে। মেলায় রকমারি খাবারের দোকানের পাশাপাশি বিনোদনের জন্য নাগরদোলা, ব্রেকড্যান্স, সমাজ সচেতনতার বিভিন্ন মডেল প্রদর্শনীও থাকে।
মেলার উদ্যোগতারা জানিয়েছেন, এ বছর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান করবেন কিরণমালা খ্যাত অভিনেত্রী রুপমা রায়, টলিউডের অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, অভিনেতা অভিরাজ, অনুরাগের ছোঁয়া মেগা সিরিয়ালের দীপা খ্যাত স্বস্তিকা ঘোষ সহ অন্যান্য শিল্পীরা। রাসমেলার প্রধান উদ্যোক্তা কৃষ্ণকান্ত বর্মন বলেন, আমাদের রাসমেলা এবার ১১তম বর্ষ। বিশ্বের কোথাও আমাদের মতো ২৭ ফুট উচ্চতার জোড়া রাসচক্র সহযোগে রাসমেলা হয় না। মঙ্গলবার মেলার উদ্বোধন করবেন কোচবিহারের এমপি। মেলার সাংস্কৃতিক মঞ্চে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক অনুষ্ঠান করতে আসছেন। নিজস্ব চিত্র।