মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সংবর্ধনা, পাশে থাকার আশ্বাস ডিএমের
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের শিল্প ও বাণিজ্যের প্রসারে উদ্যোগী জেলাশাসক প্রীতি গোয়েল। ব্যবসায়ী ও উদ্যোগপতিদের সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। জেলার উন্নয়নে ডিএমের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স। জেলার ব্যবসায়ী ও উদ্যোগপতিদের উদ্দেশ্যে জেলাশাসক বলেন, বণিকসভার তরফে কিছু সমস্যার কথা জানানো হয়েছে। যতটা পারি, সমাধান করার চেষ্টা করব। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে মালদহ শিল্প এবং কৃষি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। সবাই মিলে কাজ করলে অবশ্যই আরও উন্নয়ন করতে পারব।মালদহের জেলাশাসক হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন প্রীতি। সোমবার তাঁকে সংবর্ধনা জানায় মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স। এদিন বিকেলে সেই মঞ্চ থেকেই বিশেষ বার্তা দেন জেলাশাসক। বণিকসভাকে প্রীতির বার্তা, আমার অফিস এবং ফোন সবসময় খোলা আছে। যে কোনও সময় সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন।
বৃহস্পতিবার গৌড়বঙ্গের তিন জেলাকে নিয়ে সিনার্জি হতে চলেছে। তার আগে জেলাশাসকের এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উদ্যোগপতিরা। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, ১৮২টি সংগঠন এক ছাতার তলায় রয়েছে। মালদহের ১ লক্ষ ১০ হাজার ব্যবসায়ী আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। যেখানে কয়েক লক্ষ পরিবারের সরাসরি কর্মসংস্থান হয়েছে। জেলাশাসক মালদহের কৃষি, শিল্প ও বাণিজ্যের উন্নয়নের আশ্বাস দিয়েছেন। আমরা তাঁকে সবরকম সহযোগিতা করব। এদিন বিকেলে ইংলিশবাজার শহরের সাঁকোপাড়ায় বাণিজ্য ভবনে নতুন জেলাশাসককে সংবর্ধনা দিতে বিশাল আয়োজন করে চেম্বার অফ কমার্স। জেলার কয়েকশো ব্যবসায়ী ও উদ্যোগপতিদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়। চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, কোনও অসুবিধা হলে গুরুত্ব সহকারে দেখবেন বলে জেলাশাসক আমাদের আশ্বাস দিয়েছেন। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে বাণিজ্য ভবনে নতুন জেলাশাসক ড. প্রীতি গোয়েলকে সম্বর্ধনা।-নিজস্ব চিত্র