• শিলিগুড়িতে আরও ৫৮৯ বিএলএ নিয়োগ, আজ ওয়াররুম, সহায়তা কেন্দ্র চালু তৃণমূলের
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিএলএ’র পর ওয়াররুম প্রস্তুত। টানা এক মাস গ্রামে ও শহরে চলবে সহায়তা কেন্দ্র। এসআইআর পর্বে শিলিগুড়িতে এমন রণকৌশল নিয়েছে জোড়াফুল শিবির। সোমবার তারা নিয়োগ করেছে আরও ৫৮৯ জন বিএলএ-২। তৃণমূল কংগ্রেসের এমন ‘রণতরি’ ভাসিয়ে দিলেও তাদের টেক্কা দিতে পারছে না পদ্মশিবির। অভিযোগ, বিজেপি এখনও দলীয় বিএলএদের ট্রেনিংই দিতে পারেনি। গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, পদ্ম শিবিরের বড়ো বড়ো কথাই সার। এসআইঅর পর্ব থেকেই ছাব্বিশের নির্বাচনের জন্য গা ঘামাতে শুরু করেছে তৃণমূল। কয়েকদিন আগেই কলকাতায় ডেকে নিয়ে গিয়ে দলের দার্জিলিং জেলার (সমতল) প্রাক্তন সভানেত্রী পাপিয়া ঘোষকে বিএলএ-১’র দায়িত্ব দেয় তৃণমূল। সেখান থেকে শিলিগুড়িতে ফিরেই পাপিয়া বিএলএ-২দের প্রশিক্ষণ দেন। সোমবার তিনি শিলিগুড়ির ২৪৫ জন বিএলএ-২কে নিয়োগপত্র প্রদান করেন। এদিন তিনি নিজের নিয়োগপত্র শিলিগুড়ি মহকুমা প্রশাসনের কাছে দাখিল করেন। পরে বিকেলে নকশালবাড়ি ও ফাঁসিদেওয়ায় দু’টি সভা করে আরও ৫৮৯ জন বিএলএ-২কে নিয়োগপত্র দেন। দলীয় সূত্রের খবর, ওই বিএলএদের মধ্যে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩২৮ ও ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ২৬১ জন রয়েছেন।

     সভার পর পাপিয়া বলেন, এসআইআরের জেরে যাতে প্রকৃত কোনও ভোটারের নামও তালিকা থেকে বাদ না যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এজন্য বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিএলএরা। প্রতি সপ্তাহে তাঁদের তথ্য নিয়ে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে জেলা, অঞ্চল ও ওয়ার্ড স্তরে আরও কিছু পরিকল্পনা নিয়েছে তৃণমূল। এজন্য আজ, মঙ্গলবার সকালে শিলিগুড়িতে দলের পার্টি অফিস বিধানভবনে তৃণমূল নেতৃত্ব বৈঠক করবেন। 

    তৃণমূলের বিএলএ-১ পাপিয়া বলেন, ‘ওয়াররুম’ তৈরি করছি। সেখানে দলের যুব ও মহিলা সংগঠনের দক্ষ কর্মীরা থাকবেন। যারা ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যাপটপ চালাতে পটু। সংশ্লিষ্ট রুমের কর্মীরা মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের বিএলএ-২ এবং অঞ্চল ও ওয়ার্ড স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কোথাও কোনও সমস্যা পেলে তাঁরা নথিভুক্ত করবেন। 

    এছাড়া, শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড এবং দলের ১৩টি অঞ্চল কমিটির নেতৃত্বে খোলা হবে সহায়তা কেন্দ্র। সেগুলিতে ২০০২ সালের ভোটার তালিকা থাকবে। সেগুলি চলবে একমাস। ভোটারদের সহায়তায় তা চালু করা হচ্ছে। 

    আজ, ময়দানে নামবেন বিএলওরা। এজন্য তৃণমূল ঘর গুছিয়ে নিলেও পদ্ম শিবির এখনও অনেকটা অগোছাল বলে অভিযোগ। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক নান্টু পাল বলেন, প্রতিটি বুথেই বিএলএ নিয়োগ হয়েছে। শীঘ্রই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিপিএমের দার্জিলিন জেলার সম্পাদক সমন পাঠক বলেন, মানুষের সঙ্গে আছি। অধিকাংশ বুথে বিএলএ নিয়োগ করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)