স্বচ্ছতা বজায় রেখে প্রাপ্য রেশন বণ্টন করার নির্দেশ
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, মালদহ: স্বচ্ছতা বজায় রেখে প্রাপ্য রেশন বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দুয়ারে রেশন কর্মসূচিতে কমিশন বৃদ্ধির দাবি তোলা হয় সংগঠনের তরফে। সোমবার ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের মালদহ জেলার কনভেনশন হয়। সেখান থেকেই এই দাবি তোলে রাজ্য এবং জেলা নেতৃত্ব। পাশাপাশি, এদিন বিজয়া সম্মিলনিও হয়েছে।
অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাসানউল্লা লস্কর বলেন, পশ্চিমবঙ্গের ২২টি জেলায় ২৪ আগস্ট থেকে আমাদের কনভেনশন শুরু হয়েছে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
তিনি আরও জানান, কনভেনশনে সংগঠনের মালদহ জেলার সমস্ত ব্লক, মহকুমা ও জেলাস্তরের নেতৃত্ব ছিলেন। সংগঠনের স্বার্থে এতদিন কী করেছি এবং কী করা হবে, তা নিয়ে আলোচনা হয়। সাধারণ সম্পাদক সহ এদিনের কনভেনশনে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী, কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, মালদহ জেলার সভাপতি অসিত কুমার ও সম্পাদক প্রমোদ চন্দ্র ঘোষ। সাধারণ মানুষের প্রতি রেশন ডিলাররা দায়বদ্ধ। সেজন্য স্বচ্ছভাবে রেশন বণ্টন করা হচ্ছে বলে এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। এদিনের কনভেনশন থেকে মালদহের রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়, সরকারের যা নিয়ম রয়েছে, তা মেনে উপভোক্তাদের প্রাপ্য রেশন বুঝিয়ে দিতে হবে। রেশন বণ্টনের ক্ষেত্রে অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে একজোট হয়ে তা বন্ধ করতে হবে।
অ্যাসোসিয়েশনের আরও দাবি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ প্রতিহিংসায় ইচ্ছাকৃত রেশন ডিলারদের নামে মিথ্যে অভিযোগ করছেন। তাই সংগঠনের তরফে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। -- পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশনের কনভেনশন ইংলিশবাজারের বাণিজ্য ভবনে। -নিজস্ব চিত্র