• পুলিশের এসআই পরিচয়ে ফরাক্কায় জমি বিক্রির নামে দু’লক্ষের প্রতারণা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ইংলিশবাজার থানার সাব ইনস্পেকটর পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জন। পরে জমি বিক্রির নাম করে দু’লক্ষ টাকার আর্থিক প্রতারণা। অবশ্য এতে শেষরক্ষা হয়নি। পুলিশ সেই ভুয়ো অফিসারকে রায়গঞ্জ শহর থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রোহন কানু। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, পুলিশ পরিচয় দিয়ে মুর্শিদাবাদের ফরাক্কায় একটি জমি বিক্রির নাম করে ওই এলাকারই এক ব্যবসায়ীকে আর্থিক প্রতারণা করেছে অভিযুক্ত। এমনই অভিযোগ পেয়ে রায়গঞ্জের বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার আদালতে পাঠিয়ে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, মাস সাতেক আগে ধৃত রোহন কানু ফরাক্কার এক পানীয় জলের ব্যবসায়ীকে একটি জমি বিক্রি করবে বলে রায়গঞ্জর পুর বাসস্ট্যান্ড এলাকায় ডেকে পাঠায়। সেখানেই ফরাক্কার জমি বিক্রির অগ্রিম বাবদ নগদ দু’লক্ষ টাকা লেনদেন হয়। প্রতারক ফরাক্কার ওই ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা অগ্রিম নেয়। এর কয়েক মাস পর প্রতারণার বিষয়টি সামনে আসে। 

    রোহন কানুর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগকারী মনোজ কুমার ঘোষের দাবি, অভিযুক্তের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল। রোহন নিজেকে ইংলিশবাজার থানার এসআই হিসেবে পরিচয় দিয়েছিল। জানিয়েছিল কর্মসূত্রে মালদহ শহরে থাকে। বাড়ি রায়গঞ্জের কলেজপাড়ায়। তার শারীরিক গঠন, উচ্চতা দেখে অভিযুক্তকে একজন প্রকৃত পুলিশ আধিকারিকই মনে হয়েছিল। মনোজবাবু বলেন, ওই প্রতারক আমাকে বলেছিল, তাঁর পিসির ৫ কাঠারও কিছু বেশি জমি রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কায় নিশিন্দা গ্রাম পঞ্চায়েতের অধীন সীমান্তপুর মৌজায়। সেই জমি তিনি বিক্রি করে দেবেন। আমি সেই জমি কিনতে আগ্রহ প্রকাশ করি। তিনি জমির দাম হাঁকান চার লাখ টাকা কাঠা। তার মধ্যে নগদ দু’লক্ষ টাকা তাকে অগ্রিম দিই। এরপর ওই জমি রেজিস্ট্রি করার আগে জমিটির ব্যাপারে আরও খোঁজখবর করি। তখন জানতে পারি সংশ্লিষ্ট জমিটি আগেই বিক্রি হয়ে গিয়েছে। তখন প্রতারক আমায় বলে সেও জানত না পিসির জমি বিক্রি হয়ে গিয়েছে। তাই প্রতিশ্রুতি দেয় সেই টাকা আমায় ফিরিয়ে দেবে। কিন্তু আজ দেব, কাল দেব করে টাকা সে দেয়নি। তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে তার ব্যাপারে খোঁজখবর নিই। জানতে পারি সে ঠগ। সে কোনও পুলিশ অফিসার নয়। শুধু আমি নই, আরও অনেককেই এভাবে সে বোকা বানিয়ে টাকা হাতিয়েছে। শেষপর্যন্ত রবিবার রায়গঞ্জ থানায় গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ জানাই। রায়গঞ্জ থানার পুলিশ প্রতারককে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (বর্তমান)