• স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে দুধ-গঙ্গাজলে স্নান করলেন স্বামী!
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরকীয়ার জের। স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিয়ে দুধ-গঙ্গাজলে স্নান সারলেন স্বামী! জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে চাঞ্চল্যকর এ ঘটনার সাক্ষী থাকলেন গোটা গ্রামের বাসিন্দারা। 

    স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে রবিবার সালিশিসভা ডাকেন ধূপগুড়ির গধেয়ারকুটি পঞ্চায়েতের চরচরাবাড়ি এলাকার এক যুবক। ওই সালিশিসভায় হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান। সবার সামনে এলাকার একজনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে বলে সরাসরি অভিযোগ তোলেন ওই যুবক। স্বামীর তোলা অভিযোগ একবাক্যে মেনে নেন বধূ। শুধু মেনে নেওয়া নয়, এলাকার জনপ্রতিনিধিদের সামনে দুই সন্তানের মা ওই বধূ সাফ জানিয়ে দেন, আর স্বামীর ঘর করতে চান না তিনি। থাকতে চান প্রেমিকের সঙ্গে। এরপরই বধূর প্রেমিককে ডেকে আনা হয়। প্রেমিকও জানিয়ে দেন, এতে আপত্তি নেই তাঁর। ফলে বিজেপি পঞ্চায়েত সদস্য ও গেরুয়া শিবিরের পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে সালিশিসভায় ঠিক হয়, এখন থেকে প্রেমিকের সঙ্গে থাকবেন ওই বধূ। লিখিতভাবে ওই বধূ নিজেও তা জানিয়েছেন। 

    অন্যদিকে, বধূর স্বামী জানিয়ে দেন, স্ত্রী যদি ‘মনের মানুষ’ হিসেবে অন্য কাউকে বেছে নিয়ে থাকেন, এক্ষেত্রে তাঁর কী বলার আছে। জনপ্রতিনিধিদের পাশাপাশি গ্রামের লোকজনের উপস্থিতিতে তিনি নিজেই স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় যেন হাঁফ ছেড়ে বাঁচেন ওই যুবক। দুধ-গঙ্গাজল দিয়ে স্নান সারেন নিজে। দুই নাবালক সন্তানকে নিজে দেখভালের দায়িত্ব নিয়ে তাদেরও দুধ দিয়ে স্নান করান ওই যুবক।

    সোমবার গধেয়ারকুঠির চরচরাবাড়ি এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য রজতচন্দ্র রায় বলেন, ওই বধূর স্বামী দুবাইয়ে কাজে গিয়েছিলেন। তিনি বাড়িতে না থাকাকালীন তাঁর স্ত্রীর সঙ্গে এলাকার এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। এনিয়ে কিছুদিন আগে গ্রামে একবার ঝামেলা হয়। খবর পেয়ে দু’সপ্তাহ আগে বধূর স্বামী বাড়ি ফিরেছেন। বিষয়টি নিয়ে তিনি গ্রামে সালিশিসভা ডাকেন। সেখানে আমি হাজির ছিলাম। পঞ্চায়েত প্রধানও ছিলেন। সভায় যুবক তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন। সেই অভিযোগ মেনে নিয়ে তাঁর স্ত্রী জানিয়ে দেন, তিনি স্বামীর ঘর করবেন না। প্রেমিকের সঙ্গে থাকবেন। পঞ্চায়েত সদস্যের দাবি, সবাই প্রাপ্তবয়স্ক। তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হয়েছে। 

    গধেয়ারকুঠি পঞ্চায়েতের প্রধান বিজয়কুমার রায় বলেন, সালিশিসভায় স্বামীর সংসার ছেড়ে তাঁর স্ত্রী অন্য একজনের সঙ্গে থাকতে চান বলে জানান। বধূর স্বামীও জানিয়ে দেন, এতে তাঁর কোনও আপত্তি নেই। ওই বধূর সঙ্গে যাঁর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, সেই যুবকও সবার সামনে জানিয়ে দেন, মহিলার সিদ্ধান্তে তাঁর কোনও আপত্তি নেই। প্রধানের দাবি, সবার কাছ থেকে সাদা কাগজে লিখিত নেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)