• পিচ পড়েনি জিটি রোডে, নাকাল হচ্ছেন পথচারীরা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • গণেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বর্ধমান:

    বর্ধমান শহরের ভিতর দিয়ে যাওয়া জিটি রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার বহু জায়গায় উঠে গিয়েছে পিচের আস্তরণ। যেখানে সেখানে খানাখন্দ। বহু জায়গায় ছোট-বড় গর্ত হয়ে রয়েছে। বৃষ্টি হলেই খানাখন্দে জল জমে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আবার বৃষ্টি বন্ধ হলেই দেখা দেয় অন্য সমস্যা। রাস্তার জমা ধুলো উড়ে সমস্যা তৈরি করে। পুজোর আগে সংস্কার হয়নি। বেহাল রাস্তার উপর দিয়েই যাতায়াত করে ভোগান্তির শিকার হতে হয়েছে শহরবাসীকে। কবে এই সমস্যা মিটবে, তারজন্য দিন গুনছে শহরবাসী ও জিটি রোডের পাশের ব্যবসায়ীরা। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, শহরের সব রাস্তাই সংস্কার হবে। পুজোর আগে বহু রাস্তার কাজ হয়েছে। কিন্তু, অতিবৃষ্টির জেরে পিচ ঢালা হয়নি। খুব শীঘ্রই  রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।

    দীর্ঘদিন ধরেই জিটি রোডের পরিস্থিতি খারাপ। উল্লাস মোড় থেকে নবাবহাট মোড় পর্যন্ত শহরের ভিতর দিয়ে গিয়েছে জিটি রোড। রাস্তার বিভিন্ন জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়েছে। রাস্তায় স্টোনচিপ যেন দাঁত বের করে রয়েছে। বীরহাটা থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, স্টেশন এলাকা পর্যন্ত অবস্থা সবচেয়ে করুণ। বর্ষার সময় এই এলাকায় জিটি রোডের বহু জায়গায় বড় বড় গর্ত দেখা দেয়। সেখানে সারাক্ষণ জল জমে থাকে। জল-কাদায় চলাফেরা করা যায় না। কিছুদিন আগে বর্ধমান শহরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় বীরহাটা মোড় থেকে মিউনিসিপ্যাল হাইস্কুল পর্যন্ত জিটি রোডের বিভিন্ন জায়গায় তাপ্পি দেওয়া হয়েছিল। তাপ্পির জন্য ভালো টাকা খরচও হয়েছে। কিন্তু, স্থায়ী লাভ হয়নি। কিছুদিনের মধ্যেই সেই তাপ্পি উঠে গিয়ে প্রায় আগের ভাঙাচোরা অবস্থায় ফিরেছে জিটি রোড। পুজোর আগে রাস্তা সংস্কারে হাত দেওয়া হয়েছিল। পাথর ও স্টোনচিপ ফেলে রোলার চলে। তার উপর দেওয়া হয় স্টোনডাস্ট। কিন্তু, পিচের প্রলেপ পড়েনি। ফলে, জল–কাদার সমস্যা দূর হলেও ধুলো ঝড়ে নাজেহাল পথচারীরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে সরব হচ্ছেন। 

    সংস্কারের জন্য পার্কাস রোড মোড় থেকে কালীবাজার মোড় পর্যন্ত জিটি রোডের পিচ তোলা হয়েছে। চলছে ডিভাইডার বসানোর কাজ। ডিভাইডার বসানোর জন্য গর্ত খোঁড়া হচ্ছে। পিচের প্রলেপ না দেওয়ায় ফের রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। ধুলো উড়ছে রাস্তায়। 

    জিটি রোডের দু’পাশে জবরদখলও জলজ্যান্ত সমস্যা। শহরের ভিতর দিয়ে চলা জিটি রোডের দু’পাশ এখন জবরদখল হয়ে গিয়েছে। ফুটপাতেই কোথাও হোটেলের উনুন, আবার কোথাও দোকানের পসরা সাজনো রয়েছে। কোথাও আবার রাস্তার উপরেই চলছে গাড়ি মেরামতির কাজ। এই জবরদখলের কারণে বহু জায়গায় জিটি রোড সংকীর্ণ হয়ে গিয়েছে। জিটি রোডের বিভিন্ন জায়গায় আবার জমে জঞ্জালের স্তূপ। দুর্গন্ধের কারণে হাঁটাচলা করা যায় না। কবে যে এই দুঃসহ পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে, তারই দিন গুনছেন শহরবাসী। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)