• মন্দিরের তালা ভেঙে চুরি, চোর সন্দেহে ৩ জনকে মারধর
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ির লম্বোদরপুরে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সাতসকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে ওই এলাকা থেকেই তিনজনকে চোর সন্দেহে মারধর করতে থাকেন স্থানীয়রা। পুলিশ তাদের উদ্ধার করেছে। তারা সত্যিই এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা-তা জানতে সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে।

    শহর লাগোয়া লম্বোদরপুর চারমাথা মোড়ের একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা শ্রেয়সী দুবে বলেন, এদিন সকালে বাড়ি থেকে বেরতেই নজরে পড়ে, মন্দিরের তালা ভাঙা। মাটিতে ছেনি, হাতুড়ি পড়ে রয়েছে। মন্দিরের ভিতরে ঢুকে দেখি, ঠাকুরের সমস্ত সোনারুপোর অলঙ্কার চুরি গিয়েছে। এরপরই থানায় অভিযোগ দায়ের হয়।

    দুপুরে স্থানীয়দের মধ্যে গুজব রটে, কেউ কেউ নাকি এক ব্যক্তিকে এদিন কাকভোরে চাদর মুড়ি দিয়ে যেতে দেখেছেন। লম্বোদরপুর লাগোয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে স্থানীয় যুবকরা বাড়ি থেকে তুলে নিয়ে আসে। চোর সন্দেহে আরও দু’জনকে একই কায়দায় তুলে নিয়ে আসা হয়। অভিযোগ, তাদের মারধরও করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্থানীয়দের অভিযোগ, ওই তিনজন এর আগেও এলাকায় গোরুছাগল চুরি করেছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে। 
  • Link to this news (বর্তমান)