• চিকিৎসক অপ্রতুলতায় বন্ধ দন্ত বিভাগ, চর্ম বিভাগ নিয়েও শঙ্কা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: চিকিৎসক সংকটের সম্মুখীন রানাঘাট মহকুমা হাসপাতাল। জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে রানাঘাট শহর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা করান। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় দন্ত বিভাগে পরিষেবা বন্ধ রয়েছে বহুদিন ধরে। ফলে গরিব রোগীরা চরম সমস্যায় পড়ছেন। আগামী কয়েকদিনের মধ্যে অবসর নেবেন চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। তাই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে সেই বিভাগ নিয়েও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দন্ত বিভাগে পরিষেবা বন্ধ থাকায় দাঁতের ব্যথা বা মুখগহ্বর–সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য রোগীদের এখন বেসরকারি ক্লিনিকের উপর নির্ভর করতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে রোগীরা এসে ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে। রোগী-পরিজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষদের চাপে পড়তে হচ্ছে। এই অবস্থায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে চর্মরোগ বিভাগ নিয়েও। 

    ওই বিভাগের একমাত্র চিকিৎসক অবসর নিচ্ছেন। ফলে আগামী দিনে বিভাগটি চিকিৎসক–শূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ত্বক–সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা কর্মীদের একাংশের।

    বিষয়টি নিয়ে অবশ্য উদ্বেগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষেরও। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, কিছু বিভাগে চিকিৎসক স্বল্পতা রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

    রোগী পরিজন ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রানাঘাট মহকুমা হাসপাতাল নদীয়া জেলার অন্যতম ব্যস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। গত কয়েক বছর এই হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। নতুন বিভাগ চালু হয়েছে। শুরু হয়েছে ইএনটি শল্য চিকিৎসাও। একদিকে যেমন, বহু গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হচ্ছে, তেমনই কমেছে রেফার সংখ্যাও। কিন্তু সমস্যা দেখা দিয়েছে কিছু কিছু বিভাগে চিকিৎসকের অপ্রতুলতা কিংবা একেবারেই না থাকায়। তার মধ্যে দন্ত এবং চর্মরোগ বিভাগ অন্যতম। তাই দ্রুত চিকিৎসক পদ পূরণ করে প্রয়োজনীয় বিভাগগুলিতে পরিষেবা স্বাভাবিক করার দাবি তাঁরা তুলেছেন।
  • Link to this news (বর্তমান)