• শান্তিপুরে টোটো, চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সোমবার সন্ধ্যায় নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর মাছবাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টোটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। টোটোচালক লোটন(সম্পূর্ণ পরিচয় জানা যায়নি) ও আশানুর আনসারি নামে এক গৃহবধূ মারা গিয়েছেন। এছাড়াও ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজন রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার হুদা এলাকা থেকে কয়েকজন শান্তিপুরে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে এদিন সন্ধ্যায় টোটোয় চেপে তাঁরা চাপড়া ফিরছিলেন। টোটোতে চালক সহ আটজন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দপুর বাইপাসের কাছে বিপজ্জনকভাবে যাত্রীবোঝাই ওই টোটোটি কোনওদিক না দেখেই উঠে পড়ে। সেই সময় কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে। এরপর চারচাকা গাড়িটি সড়কের ডিভাইডারে উঠে আটকে যায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর টোটোর যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে জখমদের উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের মধ্যে চালক সহ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক টোটোচালক ও ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।  আশঙ্কাজনক অবস্থায় সইফুদ্দিন আনসারি, সাবিনা আনসারি ও আরও একজন চিকিৎসাধীন। জখম বাকি তিনজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁদের আঘাত গুরুতর নয়।  

    ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি ও টোটোটিকে আটক করে। দুর্ঘটনার জেরে রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান, বিপজ্জনকভাবে জাতীয় সড়কের টোটোটি উঠে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, টোটোর কারণে বারবার ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটছে। সরকারি আইন অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ হলেও পুলিশ কার্যত ঠুঁটো জগন্নাথ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর, জাতীয় সড়কে টোটো অবাধে চলছে। প্রতিনিয়ত তা বাড়ছে। কেন বিধি নিষেধ থাকা সত্ত্বেও পুলিশ জাতীয় সড়কের টোটো ঠেকাতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ বাসিন্দারা। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)