• আর্দ্র আবহাওয়ায় এবার রবিচাষে পোকা ও রোগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় চাষিরা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দু’দিনের বৃষ্টির পর আর্দ্র আবহাওয়ায় রবি মরশুমের চাষে সবজি ও বিভিন্ন শস্যের বীজতলায় পোকার আক্রমণ ও ছত্রাকজনিত রোগের আশঙ্কা করছেন চাষিরা। গত দু’দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বৃষ্টির জেরে কিছু চাষের জমিতে কেটে রাখা ধান মাটিতে ঝরে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। আবহাওয়া ঠিক না হলে আমন ধান কাটা যাবে না বলেই জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। আমন ধান কাটা পিছিয়ে যাওয়ার পাশাপাশি রবি মরশুমের আগাম চাষে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন চাষিরা। পেঁয়াজ ও জলদি আলুচাষ পিছিয়ে যেতে পারে। 

    চাষিদের দাবি, এই আবহাওয়ায় আর্দ্রতাজনিত সমস্যায় বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ শীতের সবজিতে ক্ষেতে রোগ পোকামাকড়ের আক্রমণ বাড়ছে। পাশাপাশি ধনেপাতা, পালং শাক, মুলো, গাজর, বরবটির ফলনে প্রভাব পড়বে। আগাম যারা সবজি ও আনাজ চাষ করেছেন, তাঁরা রোগ পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করছে। অসময়ের বৃষ্টির জেরে পেঁয়াজ ও আলুর বীজতলার ক্ষতি হয়েছে। সবজির খেতেও জল জমেছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবজির দাম খোলা বাজারে বেশ কিছুটা বাড়তে পারে। বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা যেমন করা হচ্ছে, তেমন আগাম চাষ করা সরষে, মসুর এবং ছোলা, মটরের ক্ষেত্রে এই বৃষ্টি সেচের কাজ করেছে বলেই মনে করছে অনেকে। নওদার পেঁয়াজ চাষে রফিকুল মণ্ডল বলেন, বীজতলায় পেঁয়াজের বীজতলায় জল জমে কিছুটা ক্ষতি হয়েছে।  কান্দির ধানচাষি রতন দাস বলেন, এই বৃষ্টির জেরে পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ফসলের অনেক ক্ষতি হল। এবার ফলন ভালো হলেও এই অসময়ের বৃষ্টি ক্ষতি করে দিল। অনেকের কাটা ফসল বৃষ্টিতে ভিজে গেল। এমন হলে গাছ থেকে ধান ঝরে গিয়ে চারাগাছ বেরিয়ে যায়। বহরমপুরের সবজি চাষি মোজাম্মেল হক বলেন, পালন ও লঙ্কার ক্ষেতে জল জমেছিল। জল নেমেছে। তবে, গাছের ক্ষতি হল। পেঁয়াজের বীজতলায় এই আর্দ্রতায় খুব সমস্যা হবে। ভালো রোদ দরকার। বৃষ্টির পরেও খুব একটা রোদ হচ্ছে না।  সূতির ধানচাষি নাজমুল হুদা বলেন, বিঘার পর বিঘা জমির ধান জলের তলায় চলে গিয়েছে। দমকা হাওয়াতে ধানগাছ নুইয়ে পড়েছিল। তারপর ভারী বৃষ্টিতে ধান গাছ জমিতে নুইয়ে পড়ে। এর ফলে পাকা ধানে ক্ষতি হল। 

    হরিহরপাড়ার চাষি নিজামুদ্দিন মণ্ডল বলেন, রবি মরশুমের ফসলের এখনই বীজতলা তৈরির সময়। অনেকেই জমিতে চারা গাছ লাগিয়েছে। মরশুমের শুরুতেই আর্দ্রতাজনিত সমস্যায় রোগ পোকামাকড়ের আক্রমণ হলে বেশি কীটনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে ফসল বেশি দামে বিক্রি করতে না পারলে লাভ হবে না। - প্রতীকী চিত্র
  • Link to this news (বর্তমান)