নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলগুলিকে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি খতিয়ে দেখে তা সংশোধনের সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ৬ নভেম্বর থেকে পর্ষদের নিজস্ব পোর্টাল www.wbbsedata.com-এ ২০২৭ সালের মাধ্যমিকে বসতে চলা ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি তুলে দেওয়া হবে। ১৫ নভেম্বর পর্যন্ত তা পোর্টালে রাখা হবে। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষ সেই নথিতে ছাত্রছাত্রীদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ছবি, সই এবং অন্যান্য তথ্যাদি মিলিয়ে নেবে। কোনও ভুলভ্রান্তি থাকলে স্কুলগুলি নিজেরাই সেটি সংশোধন করে নিতে পারবে। তবে, উল্লিখিত সময়ের পরে আর স্কুলগুলি সেই সুযোগ পাবে না বলেই জানিয়েছে পর্ষদ। অর্থাৎ কোনও ভুল থেকে গেলে তার ভিত্তিতেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইশ্যু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফের পর্ষদের দ্বারস্থ হয়ে তা সংশোধনের ঝক্কি পোহাতে হবে পরীক্ষার্থীদের।