• তৃণমূলে ফিরলেন শোভন, বৈশাখী
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক যে জল্পনা কত কয়েকমাস ধরে চলছিল, তার পরিসমাপ্তি হল সোমবার। এদিন তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরেছেন শিক্ষা সংগঠনের সঙ্গে জড়িত পরিচিত মুখ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের উত্তরীয় পরিয়ে তৃণমূলে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

    ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন ও বৈশাখী। তৃণমূলে ফিরে এলেন ২০২৫ সালে। এর মাঝে বিজেপির সঙ্গে সক্রিয় রাজনৈতিক যোগাযোগ তাঁরা ছেড়ে দিয়েছিলেন। সম্প্রতি দার্জিলিং সফরে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শোভনের। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। কয়েকদিন আগে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হয়েছে শোভনকে। তারপর তৃণমূলে প্রত্যাবর্তন। সোমবার যোগদানের পর অভিষেকের কালীঘাটের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শোভন-বৈশাখী। অভিষেক বলেন, ‘গণতান্ত্রিক দেশে কে কোন দল করবেন, তা বেছে নেওয়ার অধিকার সবার আছে।’ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছেন।’ শোভন চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমার ধমনি-শিরায় তৃণমূল। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ।’
  • Link to this news (বর্তমান)