• রাজ্যে বৃষ্টি থেকে আপাতত রেহাই, এখনই বিশেষ কমবে না তাপমাত্রা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বৃষ্টি থেকে আপাতত রেহাই মিললেও তাপমাত্রা এখনই খুব একটা কমবে না। মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা দু‌‌ই-এক ডিগ্রির মতো ওঠানামা করবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতল এলাকায় এখন সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের পাহাড় ও তার লাগোয়া কিছু এলাকা বাদ দিলে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে রয়েছে। ভোর ও রাতের দিকে খুব হালকা একটা শীতের অনুভূতি কোথাও কোথাও, বিশেষ করে গ্রামীণ এলাকা ও ফাঁকা জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু এটাকে শীত পড়ার ইঙ্গিত বলে মানছেন না আবহাওয়াবিদরা। শীতের মাত্রা সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে চিহ্নিত করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা  ও লাগোয়া এলাকায় স্থায়ীভাবে ২০ ডিগ্রির নীচে এলে হালকা শীত পড়েছে বলে মনে করা হয়। কলকাতা ও লাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৩ ডিগ্রির আশপাশে রয়েছে। 

    আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উত্তুরে হাওয়া কিছুটা আসতে শুরু করেছে। কিন্তু তার জন্য তাপমাত্রা বিশেষ  একটা কমছে না। কারণ দেশের যে উত্তর অংশ থেকে হাওয়া আসছে সেখানেই এখনও খুব একটা ঠান্ডা পড়েনি। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে দিন যত পেরোবে তত তাপমাত্রা কমবে। এমনটাই আশা করা যায়। কলকাতায় গত ১০ বছরে নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নামার একাধিক নজির আছে। তবে সবগুলো নভেম্বরের শেষ সপ্তাহে। 

    এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে সেটি বাংলাদেশ-মায়ানমার উপকূলে দুর্বল হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপটির বিশেষ কোনও প্রভাব এরাজ্যে পড়বে না। তবে দু‌-একদিনের মধ্যে পুবালি বাতাস কিছুটা সক্রিয় হবে। তখন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে। তার ফলে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় উপকূল এলাকার কোনও কোনও স্থানে বড়ো জোর হালকা বৃষ্টি হতে পারে। 
  • Link to this news (বর্তমান)